Suzlon Share Price 50 দেউলিয়া থেকে কিভাবে ঘুরে দাঁড়ালো ?

Suzlon share price গত ৮ মাসে ৭০০% এর বেশি রিটার্ন দিয়েছে, ৭ টাকা ৪ আনা দামের শেয়ার চড়চড় করে ৫০ এ গিয়ে ঠেকেছে। দেউলিয়া কোম্পানি কিভাবে আজ সাফল্যের শিখরে ?

Suzlon Share Price এর সংক্ষিপ্ত ইতিহাস :

বিগত ১২ বছর ধরে বিনিয়োগকারীদের বরবাদ করে দেওয়া Suzlon Energy শেয়ারের ওপর গত এক বছরে বিনিয়োগকারীদের পুনরায় ইন্টারেস্ট বাড়তে থাকে। অনেক বিনিয়োগকারীরাই মনে করছেন অনেক বড় ডাউনফলের পর পুনরায় Suzlon share price পূর্বের সমস্ত রেকর্ড নিমেষে ভেঙ্গে দিতে পারে।

২০০৫ সালে ১২৩ টাকা করে Suzlon Energy এর আইপিও আসার পর এর বাম্পার সাবস্ক্রিপশন হয়েছিল শেয়ার প্রাইস ও অল্প দিনে ভালো রিটার্ন দিয়েছিল কিন্তু সেই 400 টাকা দামের শেয়ার ধীরে ধীরে কমতে কমতে ২০২১ সালে ৭ টাকায় চলে আসে।

যে কোম্পানি বিগত 18 বছর ধরে বিনিয়োগকারীদের লসের পর লস দিয়েছে সেই কোম্পানিতে এমন কি হয়েছে যার জন্য বড় বড় Research Analyst রা মনে করছেন Suzlon phare price অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে আসুন জেনে নেওয়া যাক –

Suzlon share price এত বড় ডাউনফলের কারণ কি ছিল ?

Suzlon Energy কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ঘটনাটা খুব ভালোভাবে বুঝতে গেলে সবার আগে Suzlon Share price এ ডাউনফল এর কারন গুলোকে বুঝতে হবে।

১৯৯৫ সালে মিস্টার তুলসী তান্তি Suzlon Energy কোম্পানির স্থাপনা করেন মাত্র ১০ বছরের মধ্যেই তিনি কোম্পানিকে সফলতার শিখরে পৌঁছে দেন। ২০০৫ সালে কোম্পানি ১২৩ টাকা দামে ভারতীয় শেয়ার বাজারে তার IPO নিয়ে আসে। ২০০৫ সালের শেষের দিকে Suzlon energy এর প্রতিষ্ঠাতা মিস্টার তুলসী তান্তি ভারতের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে যান। Suzlon যেমন তেমন কোন কোম্পানি ছিল না তখন বিশ্বের পঞ্চম বৃহত্তম Wind Energy কোম্পানি ছিল Suzlon।

Suzlon energy এর প্রতিষ্ঠাতা চতুর্থ ধনী ব্যক্তি

২০০৬ সালে মিস্টার তুলসী তান্তি মনে করেন ব্যবসাটিকে আরও বেশি করে প্রসারিত করার সময় এসে গেছে । যদি আরও দুটো নতুন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং শুরু করে দেয়া যায় তাহলে তা কোম্পানির জন্য আরও লাভজনক হবে। তখন তিনি ফোকাস করেন এসেম্বলি কম্পনেন্ট ম্যানুফ্যাকচারিং এর ওপর যেমন সাপটার ব্লেড আর গিয়ারবক্স।

তখন কোম্পানির কাছে দুটোই অপশন ছিল প্রথমত শুরু থেকে ওই প্রোডাক্টগুলোর ম্যানুফ্যাকচারিং করা অথবা যে কোম্পানি সেই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে সেইসব কোম্পানিকে অধিক গ্রহণ করা এখানে কোম্পানি দ্বিতীয় অপশনটিকে বেছে নেয়।

২০০৬ সালে কোম্পানি Hansen Transmisson নামের একটি বেলজিয়ামের সংস্থাকে অধিকগ্রহণ করে তারপর 2007 সালে Senvion নামের একটি কোম্পানিকে 1.6 billion ডলার দামে অধিগ্রহণ করে।

যে কোন কোম্পানি সবার প্রথমে ফান্ড যোগাড় করে তারপর কোন কোম্পানিকে অধিগ্রহণ করার চেষ্টা করে কিন্তু Suzlon energy এর ফাউন্ডার মিস্টার তুলসী তান্তি ঠিক এর বিপরীত করে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তিনি যে কোম্পানিগুলোকে অধিগ্রহণ করেছেন সেখানে ফান্ড কোথা থেকে এসেছে ?

প্রথমে তিনি কোম্পানির শেয়ার বিক্রি করে কিছু ফান্ড রেইস করেন আর বাকি বড় এমাউন্ট তিনি আলাদা আলাদা ব্যাংক ও NBFC থেকে লোন নিয়ে কোম্পানিগুলোকে অধিগ্রহণ করেন।

এরপর ২০০৮ সালে সারা বিশ্বব্যাপী নেমে আসে বড় ফিনান্সিয়াল ক্রাইসিস যার কারণে কোম্পানির অবস্থা ঠিক এতটা খারাপ হয়ে যায় কোম্পানি যে লোন নিয়েছিল তার ইন্টারেস্ট পে করার ফান্ড ও কোম্পানির কাছে ছিল না। ঠিক এই সমস্ত কারণেই কোম্পানি ২০১১ সালে ব্যাংক ডিফল্ট করে এর ফলে ১২৩ টাকায় আইপিও আসা Suzlon Share Price ৪০০ টাকা থেকে কমে ৯ টাকায় চলে আসে।

Suzlon Energy দেউলিয়া হওয়ার পিছনে কারণ :

প্রথমত কোম্পানির ওপর লোনের বোঝা ধীরে ধীরে বাড়তেই লাগলো শুধু তাই নয় ২০১১ সালে একসাথে কোম্পানিকে এত রকমের সমস্যার মোকাবিলা করতে হলো যে কোম্পানির অবস্থা আরোই খারাপ হতে শুরু করল Suzlon Energy প্রায় দেউলিয়া হাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছিল।

২০১১ সালে ভারত সরকার Wind Energy এর ওপর যে ইনসেনটিভ দিত সেটাও বন্ধ করে দিল এর ফলে কোম্পানি লসে চলে গেল। ২০১১ থেকে ২০১৭ এর মধ্যে Solar Energy আর wind Energy এর মধ্যে খুব কঠিন কম্পিটিশন শুরু হয়ে যায় কারণ সোলার এনার্জি উইন্ড এনার্জি এর তুলনায় অনেক Cost effective ছিল।

এর ফলে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত কোম্পানির অপারেটিং প্রফিট অপারেটিং লসে কনভার্ট হয়ে যায় এর মধ্যেই ২০১৬ সালে গভারমেন্ট Wind Energy প্রজেক্ট এর ওপর Reverse Auction Process চালু করে। এর ফলে Wind Energy কোম্পানির কম্পিটিশন আরো বেড়ে যায় বেশিরভাগ কোম্পানি লসে চলে যায় তাই পরে গভর্নমেন্ট কে এই পলিসি বন্ধ করতে হয়।

আরো এইরকম বিভিন্ন সমস্যার কারণেই ২০২০-এ এসে যেই কোম্পানির ৪০% মার্কেট শেয়ার ছিল তা শুধুমাত্র ৫% ই রয়ে যায় আর এরই মধ্যে Suzlon Energy এর বড় বড় লোন নিয়ে অনেক বছর পার হয়ে যায় এর ফলে লোনের ইন্টারেস্ট এক্সপেন্স ও অনেক বেড়ে যায়। যেই কোম্পানি নিজের বিজনেস অপারেশন থেকে অপারেটিং লসে রয়েছে সেই কোম্পানির লোন পে করা বা তার ইন্টারেস্ট পে করাও প্রায় অসম্ভবই ছিল।

Suzlon Energy প্রায় দেউলিয়া

এই কারণে কোম্পানি তার বড় বড় অ্যাসেট গুলো বেচতে শুরু করে ২০০৯ সালে 2 Billion ডলার দিয়ে কেনা Senvion কে 1.1 Billion ডলার দামে বিক্রি করে দেয়। যখন কোম্পানির কাছে আর কোনও অপশন ছিল না তখন ধীরে ধীরে বাকি অ্যাসেট গুলো বিক্রি করতে শুরু করে।

Suzlon Energy কোম্পানির পুনরায় সফলতা অর্জনের কাহিনী :

২০২১ সালে কোম্পানি অনেক বছর পর প্রফিটেবল হয় সেই প্রফিট বিজনেস অপারেশন থেকে নয় কারণ কোম্পানি কিছু অ্যাসেট বিক্রি করে দিয়েছিল। ঠিক এই লোন পেমেন্টের মাঝেই 2022 সালে অক্টোবর মাসে Suzlon Energy কোম্পানির ফাউন্ডার মিস্টার তুলসী তান্তি হার্ট অ্যাটাকে মারা যান। এরপর তার ছোট ভাই বিনোদ তান্তি কোম্পানির চেয়ারম্যান হয়ে যায় আর তার সবচেয়ে ছোট ভাই মিস্টার গিরিশ তান্তি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হয়ে যায়।

তারপর এই দুইজন মিলে আরো এগ্রেসিভ ভাবে কোম্পানির অ্যাসেট বিক্রি করা চালু করে যাতে লোনের ইন্টারেস্ট আরও কম হয়ে যায়। ২০২২ সালে তারা প্রায় ২৭০০ কোটি টাকার অ্যাসেট বিক্রি করে দেয় সাথে কোম্পানি রাইট ইসু ও নিয়ে আসে যাতে বাকি থাকা লোন দ্রুত পরিশোধ করতে পারে।

এর ফলাফল অনুযায়ী কোম্পানির উপর থাকা ২০ হাজার কোটি টাকার লোন কমে ২০০০ কোটি হয়ে যায়। বিনিয়োগকারীরা কোম্পানির এই সিদ্ধান্তে অনেক খুশি হয় ও নতুন বিনিয়োগকারীরা Suzlon Energy শেয়ারে আরো বেশি করে বিনিয়োগ করতে থাকে।

Suzlon share price

শেয়ার বাজারে পেনি স্টকে বিনিয়োগ করা অপশন ট্রেডিং এর থেকেও ঝুঁকিপূর্ণ বিশেষত নতুনরা শেয়ার বাজারে পেনি শেয়ার ইনভেস্ট করে আর কেউ কেউ অপশন ট্রেডিং করে থাকে। আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন আর অপশন ট্রেডিং সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমাদের এই কনটেন্টটি দেখতে পারেন।

শেয়ার বাজারে অপশন ট্রেডিং এর 6 টি আসল সত্য যা কেউ বলে না :

More Content :

Brightcom Group কিভাবে স্টক মার্কেটে এত বড় Scam করলো ?

(বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। তাই সূচকের ওঠানামার সঙ্গে সঙ্গে বিনিয়োগ কম বা বেশি হতে পারে। স্টক মার্কেটে বিনিয়োগে লাভের কোনও গ্যারান্টি থাকে না। তাই ঝুঁকি নিয়ে নিজ দায়িত্বে বিনিয়োগ করুন।)

Leave a Comment